বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে উপজেলা কৃষকদলের আয়োজনে রবিবার (১২ জানুয়ারি) বিকেলে দিওড় ইউনিয়নের বেপারীটোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষকদলের সভাপতি শাহিনুর ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মেম্বারের সঞ্চালনায় এতে স্থানীয় কৃষকদের পাশাপাশি বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সায়হাম আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবু, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম অমি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, ইউনিয়ন কৃষকদল নেতা সোহাগ মাহমুদ হৃদয়, রেজওয়ান আলী সহ বিএনপি, কৃষকদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।