বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শ্লোগানে মেলায় ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছে। ১৩ই জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চ চত্বরে দুইদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু , বিরামপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ এস এম শরিফুল ইসলাম ডাকুয়া, বিজুল দারুল হুদা স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা পাপিয়া নাসরিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অমল কৃষ্ণ রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপ পরিদর্শক মোঃ দুলু মিয়া, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী মতিন প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সুধীজন সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞান মেলায় প্রদর্শিত স্টল ঘুরে প্রদর্শন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার, নুজহাত তাসনীম আওন।
মেলার উদ্বোধন শেষে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।