মোঃ মিজানুর রহমান,রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া প্রভাবশালী আওয়ামীলীগের পৌর, সভাপতি আবুবক্কর (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ জানুয়ারী) রাতে গ্রাম ঝলমলিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হলেও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদ দখল করে নিয়োগের মাধ্যমে অর্থ বাণিজ্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, গ্রেফতারকৃত আবু বকর সিদ্দিক নাশকতা মামলার আসামি,তাই তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আমাদের এ ধরনের অভিযান চলমান রয়েছে। পুঠিয়াতে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যে ধরনের কাজ করা প্রয়োজন আমরা তাই করব,এবং পুঠিয়া বাসীদের সার্বিক নিরাপত্তা দিব।