বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ বিরামপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ই জানুয়ারি) সকাল ১১ টায় দিনাজপুরে বিরামপুর উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চ চত্বরে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী ।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ম নাজিয়া নওরীন,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু , বিরামপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ এস এম শরিফুল ইসলাম ডাকুয়া, বিজুল দারুল হুদা স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা পাপিয়া নাসরিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অমল কৃষ্ণ রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপ পরিদর্শক মোঃ দুলু মিয়া, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী মতিন প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সুধীজন সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলের সমন্বয়ে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শীর্ষক কর্মশালা বিষয়ে আলোচনা হয়।