

মোঃ মহিউদ্দিন ভোলা জেলা সরকারি গণগ্রন্থাগারে আজ শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত হলো জলসিঁড়ি সাহিত্য আড্ডা’র তৃতীয় মাসিক সাহিত্য সভা। সভায় সভাপতিত্ব করেন কবি বিলকিস জাহান মুনমুন। শুরু থেকেই এক প্রাণবন্ত সাহিত্য পরিবেশে স্বরচিত ছড়া, কবিতা, পুঁথিপাঠসহ নানা সাহিত্য পাঠে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। কবিতা ও লেখাপাঠে অংশ নেন কবি কামরুন নাহার, কবি শাহনাজ পারুল, কবি বিলকিস জাহান মুনমুন, কবি আল মনির, ফাতেমা জাহান, শাহাবউদ্দিন শামীম, কবি জুলফিকার আলী, সাধন চন্দ্র বসাক প্রমুখ। লেখা পাঠ শেষে জলসিঁড়ি সাহিত্য আড্ডার পৃষ্ঠপোষক, বিশিষ্ট লেখক ও গবেষক সাধন বসাক সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক ও দীর্ঘ আলোচনা করেন। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সাহিত্যিক উচ্ছ্বাস ভাগাভাগি করেন কবি ও প্রভাষক মহিউদ্দিন মহিন, কবি ও প্রাবন্ধিক নিহার মোশারফ, কবি ও শিক্ষাবিদ ফারহানা পারভীন জুঁই। সাহিত্য আড্ডার সঞ্চালনায় ছিলেন কবি ও শিক্ষাবিদ আল মনির। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের আহ্বায়ক কবি ও ছড়াকার শাহাবউদ্দিন শামীম। জলসিঁড়ি সাহিত্য আড্ডার এই মাসিক আয়োজন শুধু ভোলার সাহিত্যপ্রেমীদের একত্রিত করেনি, বরং নতুন প্রজন্মের লেখক-কবিদের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছে।