

ইয়াছির আরাফাত স্টাফ রিপোর্টারঃ- দীর্ঘ ১২ বছর পর আবারও অনুষ্ঠিত হলো পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে একযোগে দেশের সব পলিটেকনিকে এ ভর্তি পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেয় হাজারো শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০১৩ সালে পলিটেকনিকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে মেধাতালিকা প্রণয়ন করা হতো এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। তবে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্য শিক্ষার্থী বাছাইয়ের স্বার্থে এ বছর আবারও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরীক্ষাকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকে নানা বয়সী শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে কেন্দ্রে আসে। অনেক শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন পর ভর্তি পরীক্ষা হওয়ায় প্রতিযোগিতা বাড়লেও নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ তৈরি হয়েছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সাহেলা পারভীন জানান, পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি ছিল। প্রশ্নপত্র ফাঁস রোধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়। শিক্ষাবিদরা বলছেন, ভর্তি পরীক্ষা চালু হওয়ায় প্রকৃত মেধাবীরা উঠে আসবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।