রুহুল আমিন, পবিপ্রবি প্রতিনিধি:
আজ ৭ ই জানুয়ারি সকাল ১০ টা থেকে দেশের অন্যতম সমুদ্র সৈকত সাগর কন্যা নামে খেত কুয়াকাটা সমুদ্র সৈকতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার ও গার্ল-ইন রোভার পরিবেশ রক্ষা কর্মসূচি বাস্তবায়ন করেন। এ সময়ে তারা জনসচেতনতামূলক র্যালি, হ্যান্ড বিল বিতরণ এবং বিচ ক্লিনিং সহ জনসচেতনতায় আলোচনা সভার আয়োজন করেন!
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার চেয়ারম্যান এস.এম রকিবুল আহসান, কুয়াকাটা পৌরসভা মেয়র আনোয়ার হোসেন হাওলাদার
পটুয়াখালী জেলা রোভার কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ পটুয়াখালী জেলা রোভারের সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাজেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, সমুদ্র আমাদের সম্পদ
এটা রক্ষা করা আমাদেরই দায়িত্ব। এমন কর্মসূচি বাস্তবায়নে আমি আমার রোভারের সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং যেকোনো দুর্যোগে এভাবেই রোভারের উপস্থিতি সবাই প্রত্যাশা করে। আশকরি ভবিষ্যতেও আমাদের রোভার এই ধরনের কর্মসূচি বাস্তবায়নে সোচ্চার থাকবে।
সভাপতির বক্তৃতায় কলাপাড়া উপজেলার নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক পবিপ্রবি রোভার ও পটুয়াখালী জেলা রোভারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং সবাইকে সমুদ্র রক্ষায় সকল প্রকার বর্জ্য ও আবর্জনা সমুদ্রে না পেলে যথাস্থানে রাখার আহবান জানান।
উক্ত কর্মসূচি পরিচালনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভারের সম্পাদক মোহাম্মদ আবু হানিফ।
মেয়রের বক্তব্য
আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে অনেক কাজ করেছি। আমার টিম সব সময় সোচ্চার থাকে। এখন বিচ আগের চেয়ে অনেক নিরাপদ। দেশবাসীর উদ্দেশ্য বলবো আপনারা আসেন! আপনারা এসে দেখে যান আমরা কতটা উন্নয়ন করেছি।
আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার ও গার্ল ইন রোভারকে ধন্যবাদ জানাই, তারা এতো সুন্দর একটা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। আশাকরি এর মাধ্যমে মানুষ আরো সচেতন হবে।