

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি :নীলফামারীর ডোমার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার( ১৪ই আগষ্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা আনসার ভিডিপির নতুন ভবন চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্নি, আনসার ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়,এসময় আরও উপস্তিত ছিলেন উপজেলা প্রশিক্ষক আব্দুল আউয়াল, উপজেলা
প্রশিক্ষক মুনিরা পারভিন মুন্নি,ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ডোমার পৌরসভা ওয়ার্ড দলনেতা দলনেত্রী সহকারী আনসার কমান্ডার প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায় বলেন, ফলজ, বনজ ও ঔষধি গাছ উপজেলা আনসার ভিডিপির নতুন ভবন চত্বরে রোপন করা হয়, এছাড়াও ডোমার উপজেলা আওতাধীন সকল আনসার ভিডিপি ক্লাবগুলোতেও বৃক্ষ রোপন করা হয়।