

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি, বিজ্ঞান উৎসবে এসে রংপুর বিভাগের সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্লাস নিলেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। আজ রোববার (১৬ আগস্ট) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসএসসি ব্যাচ ২০২৬ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন আয়মান সাদিক। জাকজমক আয়োজনে সকাল সাড়ে ১০ টায় উপস্থিত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের উদ্দ্যেশে পাঁচটি বিষয়ে ক্লাস নেন তিনি। পরবর্তিতে স্কুল মাঠ প্রাঙ্গনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের অর্ধশত প্রর্দশিত স্টল পরিদর্শন করেন। এছাড়া চুড়ান্ত বিতর্ক প্রতিযোগীতা, অলিম্পিয়াড, কুইজ, প্রজেক্ট মুল্যায়ন, রুবিক্স কিউব, সিনেমাটোগ্রাফি, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মির্জা ফয়সল আমিন, ব্রি. জে. (অব) হাসান মাহমুদ তাইয়েবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের সাবেক উপপরিচালক আখতারুজ্জামান, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধাণ শিক্ষক, মতাহার উল আলম সহ রংপুর বিভাগের সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পয়ত্রিশ’শ শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নেয়।