

মো: মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের ঠাকুরগাঁও সদর উপজেলার প্রাক্তন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনকে আরো গতিশীল করতে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি: নির্মল রোজারিও ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া ক্যাথলিক চার্চ এর ফাদার আন্তনী সেনকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও জনাস রায়কে আহব্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি গঠন করেছেন। শনিবার(১৬ আগষ্ট ) ঠাকুরগাঁও ক্যাথলিক মিশন, সেন্ট মাদার তেরেসা স্কুলের হলরুমে উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ফা. লাজারুস সরেন, ফা. ফিলিপ যোসিম মুর্মু, পালক, বলহরি বর্মন, বর্ন রায়, ফিলিপ দাস, ধিরেন দাস। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- পাউলীনা রায় যুগ্ন আহব্বায়ক, বিশ্বনাথ রায় যুগ্ন আহব্বায়ক, বেনেডিন কুজুর সদস্য সচিব, দমনিক তিগ্যা অর্থ সচিব, জগদিস দাস, কেয়া মারডী, ননী গোপাল চন্দ্র বর্মন, সুরেন রায়, রমেন পাহান, নির্মলা মিনা টপ্য, দেবেন মাডী, সরলা রানী, মুক্তি রানী, বেনেডিক্ট মুরমু সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে।