

মো: বিলালুর রহমান জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি বুধবার সকাল ১১-ঘটিকায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার আয়োজনে দরবস্ত মা কমিউনিটি সেন্টারে বিসিএস উত্তীর্ণ কৃতি শিক্ষক,অবসরপ্রাপ্ত শিক্ষক ও নবাগত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা শাখার সভাপতি মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ বুরহান উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সংগঠন ঐক্য পরিষদের ডাকে আগামী ৩০শে আগস্ট ঢাকায় মহা সমাবেশ সফল করার জন্য সকলের সর্বাত্বক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন। এ সময় বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জৈন্তাপুর উপজেলা যুবদলের সভাপতি দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ বি এম জাকারিয়া, চাক্তা সপ্রাবির প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান, শুকইনপুর ফরফরা সপ্রাবির প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ তাজুল হাসান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্র কমিটির সহ অর্থ সম্পাদক মোঃ মালেক উদ্দিন, কেন্দ্র কমিটির সহ সমাজ কল্যাণ সম্পাদক বাবুল কান্তি দাস মেঘল, সিলেট মহানগর শাখার সভাপতি মোঃ আব্দুল মালেক রাঢ়ী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রমজান আলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ ইলিয়াছ উদ্দিন লিপু, হাম্মাদুর রহমান, নোমান আহমদ,এনামুল ইসলাম, প্রমেশ নাথ, আলী আহমদ, শাহীদুল মুরসালিন, মমতাজ বেগম, হোসেন আহমদ, শাহজাহান বাবুল, আফতাফ হোসেন, আতাউর রহমান, শরীফ আহমদ, আব্দুল কাদির, রাহিম আহমদ, আশা রানী, তাহমিনা নিপা, আব্দুল আহাদ, হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ, ফতেপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ সুয়েব আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্যে বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ আলাউর রহমান বক্তব্য রাখেন,এবং অপর বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ রাবেয়া সুলতানা ডায়নায় পক্ষে সম্মাননা গ্রহণ করেন চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা বেগম। বক্তারা কৃতি শিক্ষার্থী, বিদায়ী ও নবাগত শিক্ষকদের জন্য শুভকামনা জানান এবং শিক্ষা ক্ষেত্রে তাদের অবদানের প্রশংসা করেন পাশাপাশি তাদের উপস্থাপিত দাবির বিষয়ে ঐক্যমত পোষণ করেন।