

পুঠিয়া প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান রাজশাহী পুঠিয়ায় অসহায় ভারতির বাড়িতে এক মানবতার দূত,অবশেষে বাড়ী তৈরীর ও সকল সাহায্যের হাত বাড়িয়ে দিলেন,মানবতার দূত যিনি সব সময় অসহায় মানুষের পাশে থাকেন সাবেক মেয়র আল মামুন খান। এমন খবর শুনে ভারতির একটু হলেও অনেকদিন পরে মুখে যেন আনন্দ উচ্ছ্বাস। এ সময় ভারতী বলেন,আমার ঘর অনেকদিন আগে ভেঙ্গে পড়ে আছে কেউ কোনদিন খোঁজ খবর নেয়নি,মামুন আমার ছেলের মত শুনে ছুটে এসেছে আমার সন্তানের মত আমার পাশে দাঁড়িয়েছে,আমি তাকে আশীর্বাদ করলাম। মানবতার দূত আল মামুন খান বলেন,আমি শুনে থাকতে পারলাম না আমি ছুটে চলে এসেছি,এভাবে একটি মানুষ থাকতে পারে না,তাই আমার নিজ অথয়নে বাড়ি নির্মাণ বাথরুম থেকে শুরু করে সকল দায়িত্ব আমি নিয়েছি যেন তার শেষ জীবনটা ভালোভাবে কাটে। এই খবর শুনে ভারতির,বাড়ি তৈরি নির্মাণে প্রতিবেশীদের মনেও যেন আনন্দের বাতাস বইছে। মনে রাখবেন বিপদের সময় যে অন্যর পাশে দাঁড়াই,সেই প্রকৃত মানুষ অসহায়দের সাহায্য করাই মানবজাতির শ্রেষ্ঠত্বের প্রমাণ। সূরা আলে ইমরানের ১১০ আয়াতে আল্লাহ তায়ালা মানবজাতির পরিচয় এভাবে তুলে ধরেছেন,তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে।