কামাল হোসেন খাঁন, মেহেরপুর প্রতিনিধিঃ
পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের ১ কোটি পরিবারের জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালের দিকে মেহেরপুর শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে টিসিবির পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কাটার মধ্য দিয়ে পণ্য বিক্রির শুভ উদ্বোধনী ঘোষণা করেন।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন ও বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন।
এসময় টিসিবির পণ্য বিক্রয়ের এজেন্টগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে ১ কোটি পরিবারের জন্য টিসিবির পণ্য বিক্রির উদ্বোধনী দিনে মেহেরপুরের প্রায় ২ হাজার পরিবারের মধ্যে পণ্য দেওয়া হবে।
উল্লেখ্য, মেহেরপুর জেলার ভর্তুকি মূল্যে প্রায় ৬৬ হাজার ৭৭৩ জন টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন।