রহমত আলী ,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে নানা শ্রেণিপেশার মানুষ সমবেত হয়ে জাতীয় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে উন্নয়নশীল দেশে উত্তরণে দিনব্যাপি নানা কর্মসূচীর উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্মৃতিসৌধ চত্বরে বেলুন উড়িয়ে ওই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, পৌর মেয়র মো.শাহনেওয়াজ আলী, সহকারি কমিশনার (ভূমি) মো.আবু রাসেল, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, ওসি মো. আব্দুল মতিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়নের নানা তথ্যচিত্র প্রদর্শন শেষে ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা রবিউল করিম, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার প্রমুখ। এসময় সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।