তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ তাহিরপুরে কৃষকদের অংশগ্রহণে হাওরের ক্ষতিগ্রস্ত ফসলরক্ষা বাঁধ মেরামতের লক্ষ্যে গনশুনানীর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন (পিআইসি) কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মনিটরিং কমিটির সকল সদস্যের উপস্থিতিতে যাচাই বাচাই পূর্বক তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি আবুল হাসেম স্বাক্ষরিত ৩০ টি পি আইসির খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। প্রক্ষান্তরে অবশিষ্ট পিআইসি কমিটি আজ কালের মধ্যেই প্রকাশিত হবে বলে সিদ্ধান্ত হয়।
মহালিয়া হাওর পারের কৃষক শফিকুল ইসলাম জানান বিগত বৎসর গুলোতে পি আইসি কমিটি গঠনে অনেক অনিয়ম দেখা গেলেও এই বৎসর কৃষকদের অংশগ্রহণে গনশুনানির মাধ্যমে মনিটরিং কমিটির উপস্থিতিতে পি আইসি কমিটি গঠন করা হয়েছে। যা বিগত বৎসর গুলোতে পরিলক্ষিত হয়নি।আমরা হাওর পারের কৃষকরা বলতে চাই এভাবে প্রতিবছর কৃষকদের অংশগ্রহণে পি আইসি কমিটি গঠন করা হলে কোন বৈষম্য থাকবেনা এবং প্রকৃত কৃষকরা তার সুফল পাবে।এই বৎসর নীতিমালা অনুযায়ী প্রকৃত কৃষকরা পি আইসিতে অন্তর্ভুক্ত হওয়ায় কথিত দুর্নীতিবাজদের পকেট ভারী না হওয়ায় প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। আমরা হাওর পারের কৃষকরা চাই সময়মতো বাধের কাজ শুরু হউক এবং সময়মতো বাধের কাজ শেষ হউক আমরা যাতে আমাদের ধানগুলি গুলায় তুলতে পারি।
শনির হাওর পারের কৃষক সামরুল ইসলাম বলেন আওয়ামী ফ্যাসিবাদের দোসররা বিগত বৎসর গুলোতে নাম মাত্র একটা মিটিং করে দুর্নীতির মাধ্যমে পকেট ভারী করে পি আইসি কমিটি বানিজ্য করতো। দ্বিতীয় বারের মতো স্বাধীন বাংলাদেশে হাওর এলাকা তাহিরপুরে ফসল রক্ষা বাধ গনশুনানি করে প্রকৃত কৃষকদের অংশগ্রহণে পি আইসি কমিটি গঠন করা হয়েছে। পি আইসি কমিটি প্রকাশিত হওয়ার পরে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। প্রকৃত কৃষকদের দিয়ে পি আইসি কমিটি গঠন করার কারনে কিছু আওয়ামী দালাল আছে তারা পরিকল্পিত প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এসকল প্রপাগান্ডার বিরুদ্ধে সকল কৃষকদের সজাগ থাকতে হবে।এবং প্রতিবাদ করতে হবে। দুর্নীতি মুক্ত পি আইসি কমিটি গঠন করায় হাওর বাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।আমরা কৃষকেরা আশা করছি সময়মতো বাধের কাজ শেষ হবে। কৃষক নিশ্চিন্তে তার ধান গুলায় তুলবে।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, কৃষকদের কষ্টার্জীত সোনালী ফসল ঘরে তুলতে নীতিমালা অনুযায়ী প্রকৃত কৃষকদের অংশগ্রহণে এই বৎসর বাধ মেরামত ও সংস্কারের জন্য পি আইসি গঠন ও কমিটি প্রকাশিত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী কৃষকদের দিয়ে পি আইসি কমিটি গঠন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম স্যারকে ধন্যবাদ জানাই।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, অকাল বন্যার হাত থেকে কৃষকদের সোনালী ফসল রক্ষায় নীতিমালা অনুযায়ী প্রকৃত কৃষকদের অংশগ্রহণে বাধ মেরামত ও সংস্কারের জন্য পিআইসি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মনিটরিং কমিটির সকল সদস্যদের নিয়ে সমন্বয় পূর্বক নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম স্যারের সাক্ষরিত ৩০ টি পি আইসি কমিটির খসড়া অনুমোদন করে প্রকাশিত হয়েছে। কমিটি গঠনের পূর্বে সুদক্ষ নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম স্যার প্রতিটি ইউনিয়নে কৃষকদের নিয়ে গনশুনানি করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি আবুল হাসেম বলেন, হাওর রক্ষা বাঁধে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবেনা। কাবিটা নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর হাওর রক্ষা বাধ ( পি আইসি) কাজের উদ্বোধন করা হয়েছে। হাওরের পানি অন্যান্য বৎসরের তুলনায় এই বৎসর ধীরে ধীরে নামছে । বৃহস্পতিবার ৩০ টি পিআইসি খসড়া প্রকাশিত হয়েছে। অবশিষ্ট পি আইসির তালিকা প্রস্তুত রয়েছে প্রকাশ করা হবে।