ডেস্ক রিপোর্টঃ আজ ২৭ ডিসেম্বর জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা জাসাসের আহবায়ক মোঃ বেলাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান মাহমুদ মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ এস.এম মজিদুল ইসলাম, দফতর সম্পাদক মোঃ মামুন-উর-রশিদ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তারিক আদনান ও ঠাকুরগাঁও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান জাহিদ সহ আরো অনেকে এ সময় বক্তারা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস): শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় সংস্কৃতি চর্চা এবং এর বিকাশের লক্ষ্যে ১৯৭৮ সালের ২৭ ডিসেম্বর ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন’ (জাসাস) প্রতিষ্ঠা করেন। এ সময় পয়গাম আলী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মুলধারার সংস্কৃতি আজীবন লালন ও জনগণের মধ্যে ধারণ করে রাখতে জাসাস গঠন করেছিলেন। তাঁর এই মুক্ত চিন্তার ফসল হিসেবে জাসাস আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।