স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত স্বপ্নের ঘরগুলা পরিদর্শন করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক এল এ জনাব মোঃ মারুফুল আলম।
এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক ভাবে শতভাগ কাজ করে যাচ্ছি।
মারুফুল আলম আরো বলেন উপকারভোহী প্রতিটি পরিবারকে ২ শতক জমির রেজিস্ট্রি মালিকানা দলিল হস্তান্তর সহ নুতন খতিয়ান ও সনদ হস্তান্তর করা হয়েছে। প্রতিটি জমি ও বাড়ির মালিকানা স্বামী-স্ত্রীর যৌথ নামে দেওয়া হয়েছে।
প্রতিটি দুই রুমের সেমি পাকা টিনশেড বাড়িতে রান্না ঘর, টয়লেট, বারান্দা সহ বিদুৎ ও পানির নাগরিক সুবিধা রয়েছে। গ্রোথ সেন্টারের পাশে হওয়ায় প্রকল্প এলাকায় পাকা রাস্তা,স্কুল,মসজিদ- মাদ্রাসা ও বাজার রয়েছে।
আজ ৯ এপ্রিল শনিবার দাকোপের বাজুয়া ইউনিয়ন,লাউডোব ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে সকাল থেকে ভুমিহীন গৃহহীনদের জন্য ণির্মিত ঘরগুলা পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসকএলএ মারুফুল আলম।
আবাসন পরিদর্শনকালে আশ্রয়ণের পরিবারের সুফলভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এসব পরিবারের কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে জানতে চান। ঘর পেয়ে আশ্রয়ণের বাসিন্দারা অতিরিক্ত জেলা প্রশাসক এল এ মারুফুল আলম কাছে আনন্দ প্রকাশ করেন।
আশ্রয়ণের সুফলভোগীরা জানান, জীবনে তারা অনেক কষ্ট করেছেন। তাদের আশ্রয় ছিল না। প্রধানমন্ত্রীর কারণে তারা আশ্রয় পেয়েছেন। পরিদর্শনকালে ঘরগুলোর ভেতর ও বাহিরে ভালোকরে দেখেন এবং ঘরের বসাবস উপকারভোগীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্হিহিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস,সহকারী কমিশনার ভুমি গালিব মাহমুদ পাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল কাদের, ভুমি অফিসের সার্ভেয়ার ,সহ গনমাধ্যম কর্মিরা