সারাদেশে

গুরুদাসপুরে বিরোধপূর্ণ জমিতে পুকুর খননের অভিযোগ

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি.. নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলার খামার-পাথুরিয়ায় বিরোধপুর্ন জমিতে জোরপুর্বক পুকুর খননের অভিযোগ উঠেছে। অভিযুক্ত রফিকুল ইসলাম নবী ওই এলাকার সিরাতুন নবী শাহিনের ছেলে আর বাদী তার ফুফু শিউলি বেগম মৃত আব্দুর রউফ তালুকদারের মেয়ে। ভুক্তোভোগী শিউলী বেগম ও সাবিনা বেগম জানান,তাদের বাবার মৃত্যুর পর উত্তোরাধীকার সুত্রে তার রেখে যাওয়া সম্পত্তির মালিক তাদের তিন বোন ও এক ভাই। পিতার মৃত্যুর আগে মারা যায় তার একমাত্র ভাই শাহিনও। এরমধ্যে তাদের অন্য বোন রাশিদাও মারা যান। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও পিতার রেখে যাওয়া সকল সম্পত্তি ভাতিজা নবী জোরপুর্বক দখলে রেখে তাদের জমিতে যেতে বাধা প্রদান করছে। এবিষয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। এরইমধ্যে জমির হিস্যা বুঝে নিতে নাটোর আদালতে মামলা করেছেন সাবিনা বেগম (মামলা নং২৩/২০২২)। মামলায় রফিকুল ইসলাম নবীসহ চার জনকে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু মামলা চলমান জমিতে শুক্রবার (৯ মে)গভীর রাতে নবী ওই জমিতে পুকুর খনন করেছেন। এর আগে আদালত স্থিতি অবস্থা বজায় রাখতে নির্দেশনা দিলেও সেটি মানছেন না ভাতিজা নবী। এ বিষয়ে রফিকুল ইসলাম নবী অভিযোগ অস্বীকার করে জানান,জমি সংক্রান্ত বিষয়ে একাধিকবার গ্রাম্য শালিশ হলেও রায় তার ফুফুরা মানেন নি। পুকুর খনন নয়,সংস্কার করা হয়েছে। আদালতের মামলার বিষয়ে তিনি বলেন আদালত যে রায় দেবেন তিনি তা মেনে নিবেন। গ্রাম্য প্রধান আব্দুর রাজ্জাক,আব্দুর রহমান ও সালাম মুন্সি জানান,বিরোধ মিমাংসার জন্যে তারা বেশ ক’বার শালিশ করেছেন। তবে দাবী শিউলী-সাবিনারা রায় না মেনে আদালতে মামলা করেছেন। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান,এ বিষয়ে অভিযোগ পাইনী। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *