সারাদেশে

গুরুদাসপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলার খামার-পাথুরিয়ায় ভাতিজা রফিকুল ইসলাম নবী ও তাঁর স্বজনদের নামে মিথ্যা-ভিক্তিহীন তথ্যে আদালতে মামলা ও থানায় অভিযোগের প্রতিবাদে সংবাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৩ মে)দুপুর ২ টার দিকে নিজ বাড়িতে ভুক্তোভোগী পরিবার ওই সংবাদ সম্মেলন করেন । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম নবী দাবী করেন, তাঁর পিতা সিরাতুন নবী শাহিনের মৃত্যুর আগে তার দাদা আব্দুর রউফ তালুকদার মারা যান। উত্তোরাধীকার সুত্রে রেখে যাওয়া সম্পত্তির মালিক হন দাদীসহ ফুফু সাবিনা,শিউলী,রাশিদা ও তার স্বজনরা। দাদার মৃত্যুর পরপরই ফুফুদের জমির অংশ বুঝিয়ে দিতে গ্রামীন শালিশের মাধ্যমে একাধিকবার চেষ্টা করলেও ফুফুরা না মেনে মিথ্যা ও ভিক্তিহীন তথ্য দিয়ে নাটোর আদালতে মামলা করেছেন। নবী আরো দাবী করেন,চলতি সপ্তাহে তিনি তার পিতার রেখে যাওয়া একটি পুরাতন পুকুর সংস্কার করছিলেন। কিন্তু ফুফুরা ওই পুকুর তাদের দাবী করে মিথ্যা তথ্য দিয়ে ১০ মে ৩জনের নামে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মিথ্যা ভিক্তিহীন ও মানহানীকর দাবী করে তিনি অভিযোগের সত্যাতা যাচাইসহ সুবিচার দাবী করেন। সংবাদ সম্মেলনে রাবেয়া বেগম,সানজিদা ইভা,রাশিদুল ইসলাম বাটুল,আব্দুর রহমান,সৈয়দ আলী,সাইফুল তালুকদার,ইমরান তালুকদার,আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে শিউলী বেগম বলেন,বাবার রেখে যাওয়া সম্পত্তি বুঝে না পেয়ে তারা আদালতে মামলা করেছেন। জোর করে ভাতিজা নবী তাদের জমিতে পুকুর খনন করছেন। সুবিচার পেতে আইনের আশ্রয় নিয়েছেন তারা। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, অভিযোগ পেয়েছি,তদন্তের জন্য একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। # ১৩-০৫-২০২৫ মিথ্যাতথ্যে অভিযোগ ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছবি আছে.. গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি.. নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলার খামার-পাথুরিয়ায় ভাতিজা রফিকুল ইসলাম নবী ও তাঁর স্বজনদের নামে মিথ্যা-ভিক্তিহীন তথ্যে আদালতে মামলা ও থানায় অভিযোগের প্রতিবাদে সংবাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৩ মে)দুপুর ২ টার দিকে নিজ বাড়িতে ভুক্তোভোগী পরিবার ওই সংবাদ সম্মেলন করেন । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম নবী দাবী করেন, তাঁর পিতা সিরাতুন নবী শাহিনের মৃত্যুর আগে তার দাদা আব্দুর রউফ তালুকদার মারা যান। উত্তোরাধীকার সুত্রে রেখে যাওয়া সম্পত্তির মালিক হন দাদীসহ ফুফু সাবিনা,শিউলী,রাশিদা ও তার স্বজনরা। দাদার মৃত্যুর পরপরই ফুফুদের জমির অংশ বুঝিয়ে দিতে গ্রামীন শালিশের মাধ্যমে একাধিকবার চেষ্টা করলেও ফুফুরা না মেনে মিথ্যা ও ভিক্তিহীন তথ্য দিয়ে নাটোর আদালতে মামলা করেছেন। নবী আরো দাবী করেন,চলতি সপ্তাহে তিনি তার পিতার রেখে যাওয়া একটি পুরাতন পুকুর সংস্কার করছিলেন। কিন্তু ফুফুরা ওই পুকুর তাদের দাবী করে মিথ্যা তথ্য দিয়ে ১০ মে ৩জনের নামে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মিথ্যা ভিক্তিহীন ও মানহানীকর দাবী করে তিনি অভিযোগের সত্যাতা যাচাইসহ সুবিচার দাবী করেন। সংবাদ সম্মেলনে রাবেয়া বেগম,সানজিদা ইভা,রাশিদুল ইসলাম বাটুল,আব্দুর রহমান,সৈয়দ আলী,সাইফুল তালুকদার,ইমরান তালুকদার,আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে শিউলী বেগম বলেন,বাবার রেখে যাওয়া সম্পত্তি বুঝে না পেয়ে তারা আদালতে মামলা করেছেন। জোর করে ভাতিজা নবী তাদের জমিতে পুকুর খনন করছেন। সুবিচার পেতে আইনের আশ্রয় নিয়েছেন তারা। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, অভিযোগ পেয়েছি,তদন্তের জন্য একজনকে দায়িত্ব দেয়া হয়েছে।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *