সারাদেশে

ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে অটোভ্যানকে সাইট দিতে গিয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাস খাদে পড়ে অটোভ্যান চালকসহ বাসে থাকা কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন । আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গোহাটি চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্বীন ইসলাম পরিবহন (যাহার নং ঢাকা মেট্রো- ব-১৫-৪৭০৩) ওই স্থানে পৌঁছলে একটি ব্যাটাররিচালিত অটোভ্যানকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহত ৯ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। এছাড়াও আরও কমপক্ষে ১১ জন পার্শ্ববতী হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। আহতদের মধ্যে অটোভ্যান চালক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগদিশপুর দারিয়া এলাকার সাহেব উদ্দীনের ছেলে মো. হারুনুর রশিদ (৪৮) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. প্রিয়াংক কুন্ডু বলেন, স্থানীয় লোকজন আহত অবস্থা ৯ জনকে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে সোনা মিয়া নামে একজন হাসপাতালে ভর্তি আছেন, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকী ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি মো নাজমুল হক জানান, দুঘর্টনায় পড়ে থাকা বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *