বাগাতিপাড়ায় ইয়াসিন আলী সিদ্দিকী (রহ.) এঁর ১৭তম ওরশ শুরু


জেলা প্রতিনিধি :নাটোর নাটোরের বাগাতিপাড়ায় হযরত ইয়াসিন আলী খান সিদ্দিকী আল কাদরী আল চিশতী (রহ.) এঁর ১৭তম ওরশ শুরু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার চকমহাপুর কাদরীয়া নেয়ামতিয়া দরবার শরীফের আয়োজনে পীরজাদা মুনসুর আলী খান আল কাদরীর তত্বাবধানে আনুষ্ঠানিক ভাবে ওরশের শুরু করেন দরবারটির সভাপতি রিয়াজুল ইসলাম। প্রতি বছরের ন্যায় এবারেও শুরুর দিন রাত ১২টা ১ মিনিটে মাজার গোসল ও নতুন গিলাফ দান করা হচ্ছে। শেষ দিন অর্থাৎ ১লা বৈশাখের দিনে কোরআন খতম, হালকা জিকির, হুজুরের জীবনী নিয়ে আলোচনা ও আখেরি মোনাজাতের মাধ্যমে ওরশটি সমাপ্ত করা হবে।