জাতীয় সারাদেশে

দাকোপের বাজুয়া ও লাউডোব ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন ২০২৫-২৬ অনুষ্ঠিত

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান দাকোপের বাজুয়া ইউনিয়নের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন ও জবাব দিহিতা মূলক সভা ২৭ মে মঙ্গলবার সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান মানস কুমার রায়েের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাজুয়া ইউনিয় ্উচ বিদ্যালয়ের ্ প্রধান শিক্ষক বিশ্বজিত দে।ইউপি সচিব মোঃকাইদি আযম সহকারী সচিব মুর্তজা সাগর এরসঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন।অগ্রণী ব্যাংক ব্যাবস্হাপক সুকন্ঠ মন্ডল,,সিএন আরএস এর প্রকল্প সমন্বয়ক দেবাশীষ কুমার ঘোষ,হেলভেতাস এর কমিইনিকেশন অফিসার হোসাইন আজমল ,ইউপি মদস্য দীনবন্ধু মন্ডল,নুর ইসলাম শেখ,বিশ্বজিত সরকার,মাখন ঘোরামী,উৎপল দাস,মিনতী রায় রুমা মন্ডল,নারী নেত্রী দানকুমারী সহ আরো অনেকে।উক্ত বাজেট অধিবেশন আয় দেখানো হয়েছে সর্বমমোট ৩কোটি ৬৫ লক্ষ৯০ হাজার ৮০৬ ব্যায় ৩ কোটি ৬৫ লক্ষ ৯০হাজার ৮০৬ টাকা।উদবৃদ্ধ নেই। অপপরদিকে মঙ্গলবার বিকাল ৩ টারদিকে লাউডোব ইউনিয়ন পনিষদ মিলনায়তনে ২০২৫ -২৬অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত গয়েছে। লাউডোব ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহার মন্ডল এর সভাপতিত্ব ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সুববীর কৃষ্ণদত্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রবীন সাংবাদিক স্বপন কুমার রায়।উপস্হিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য যথাক্রম তাপস হালদার ,আনিসুর রহমান বাবলু, প্রদিপ সরদার ,লিপিকা মন্ডল,,জবা সরদার,নিতাই জোদ্দার,শিবাশীষ রায় ,লক্ষন মন্ডল ও সাংবাদিক দীপক রায়। উক্ত বাজেট সভায় আয় দেখানো হয়েছে দুকোটি সত্তর লক্ষ আটাত্তর হাজার ৮৭০ টাকা।ব্যায় দেখানো হয়েছে দুকোটি উনসত্তর লক্ষ ৬৩ ৮৭০ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে একলক্ষ ১৫ হাজার টাকা। সভায় উপস্হিত নাগরিক ও শুশিল সমাজের প্রতিনিধিরা আলোচনা করেন।তারমধ্যে উল্লেখ যোগ্যো হলো,সকল বিদ্যালয়ে স্যানিটারি ল্যাপটিন রাখা,রাস্তার দু’পাশে বৃক্ষ রোপণ,কর্সসুচি,নারী উন্নয়নে নারীর দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ ও কেকার যুবকদের আইটি প্রশিক্ষণ ইত্যাদি বিষয় তুলেধরেন

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *