
আলফাডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আরিফুজ্জামান চাকলাদার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আয়োজন করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে মিনি কনফারেন্সে হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন,আলফাডাঙ্গা প্রেসক্লাব সদস্য আমিনুর রহমান আচ্চু,প্রেসক্লাব আলফাডাঙ্গা সভাপতি আরিফুজ্জামান চাকলাদার আপেল, বুড়াইচ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, বানা ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ শরিফ, গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।বক্তব্যের বিভিন্ন বক্তরা বলেন, উপজেলার অনিয়মের চিত্র তুলে ধরন,সকলের বক্তব্য মাঝে একই বক্তব্য উঠে এসেছে উপজেলার প্রতিটি গ্রামে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করা হচ্ছে,যা মহামারি আকার ধারণা করেছে।ধর্ষণ, চুরি, ডাকাতি চাঁদাবাজি ঘটনা তুলে ধরেছে।আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আলোচনায় উঠে এসেছে । অনিয়মের মাঝে গরু জবাই ও মাংস বিক্রি, সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাওয়া ।পরে সকল বক্তার আলোচনা সমালোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল সমাধানের আশ্বাস দেন।উক্ত সভা সমাপ্তি ঘোষণা করেন সভাপতি রাসেল ইকবাল।