
ভালুকায় টাকা ছিনতাই কালে যুবক আটক

আসাদুজ্জামান জামাল,ভালুকা থেকেঃ ভালুকা উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন হক মার্কেটের সামনে থেকে বুধবার (২৫ জুন) বিকেলে এক প্রবাসীর স্ত্রীর নিকট থেকে টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। ওই ঘটনায় স্থানীয়রা আল আমীন (২২) নামের এক যুবককে আটক করে পুলিশ দিয়েছে। আল-আমীন ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকার আলী নূরের ছেলে বলে জানা গেছে। এব্যাপারে ভালুকা মডেল থানার মানবিক ওসি হুমায়ুন কবির জানান ভালুকার সর্বস্তরের জনগণকে নিরাপদ রাখতে আমি সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবো। আইনশৃঙ্খলা ভালো রাখতে সকলের সহযোগিতা চান তিনি।