
বাঘায় মাদক ও চুরির ঘটনায় ৫ জন আটক

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ গত ২৮ জুন (শনিবার) দিবাগত রাতে বাঘা থানা পুলিশের মাদক উদ্ধার অভিযান টীম একাধিক স্থানে অভিযান চালিয়ে মাদক ও চুরির সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে। অভিযানে গড়গড়ি ইউনিয়নের খানপুর গ্রাম থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ ফেন্সিডিল ব্যবসায়ী মোঃ মুকাদ্দেস প্রাং ওরফে মোকা (৩৪), পিতা- মৃত উজির প্রাং, আটক করা হয়।
আড়ানি ইউনিয়নের আড়ানী পিয়াদাপাড়া গ্রাম থেকে ১০ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী মোঃ রানা (৩২), পিতা- মোঃ খোরশেদ, আটক হন। পৌরসভার কলিগ্রাম এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী মোঃ রাশেদুল (৪০), পিতা- রোমজিত, গ্রেফতার করা হয়।
বাউসা ইউনিয়নের দীঘা দাবিয়াতলা গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ গাঁজার ডিলার মোঃ নাসির উদ্দিন (৪৪), পিতা- মৃত রমিজ উদ্দিন, আটক হন। এছাড়া, চুরির ঘটনায় জড়িত পেশাদার চোর ইয়াজুল (৫০), পিতা- কানু, সাং- তেপুকুরিয়া, বাজুবাঘা ইউনিয়ন থেকে চুরি যাওয়া টাকা ও চুরির কাজে ব্যবহৃত রেঞ্জসহ আটক করা হয়।
উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে অদ্য ২৯ জুন ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।