রাজনীতি সারাদেশে

শেরপুরে উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অর্ন্তভুক্তি কর্মসুচির উদ্বোধন

মাসুম বিল্লাহ, বগুড়াঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর উপজেলা শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অর্ন্তভুক্তি কমসুচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুরে শেরপুর শহরের হাজিপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসুচীর উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সাবেক এমপি মো. মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা তৌহিদুল আলম মামুন, মাফতুন আহম্মেদ খান রুবেল, কেএম মাহবুবার রহমান হারেজ, আলহাজ¦ শফিকুল আলম তোতা প্রমুখ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা পিয়ার হোসেন পিয়ার, আব্দুল মমিন, মোস্তাফিজুর রহমান নিলু প্রমুখ। অনুষ্ঠানে বিএনপির উপজেলা বিএনপি,বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দে এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *