মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, গাজীপুরের নির্বাচনের মত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ।
এতে কোনো সন্দেহ নেই। সিসিটিভি ক্যামেরায় কেন্দ্র গুলো নিয়ন্ত্রণে রাখা হবে। মাস্তানি বা অসৎ আচরণ কঠোর হাতে দমন করা হবে। আপনাদের মনে রাখতে হবে ,আপনি এবং আপনার কর্মীর আচার-আচরণে প্রার্থীতাও বাতি হতে পারে।
কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। শনিবার সকাল ১০ টার সময় কক্সবাজার পাবলিক লাইব্রেরি হল রুমে এই মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক শাহে ইমরান। কক্সবাজার জেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এ সভার আয়োজন করে। নির্বাচন কমিশনার প্রথমে কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের অভিযোগ শোনেন। পরে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া ৪ জন মেয়র প্রার্থী ও সকল কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন। সকাল ১০টায় শুরু হয়ে সোয়া ১১টা পর্যন্ত এই সভা চলে।
প্রার্থীদের উদ্দেশে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেন,আগামী ১২ জুন নিরপক্ষ সুস্থ অবাধ নির্বাচন হবে। নির্বাচনের দিন আনসার,পুলিশ, বিজিবি,র্যাব মোতায়েন করা হবে। এসময় উপস্থিতি প্রার্থীদের উদ্দেশ্য আরো বলেন আচরণবিধি আপনাদের প্রতিপালন করতে হবে। আমরা সবকিছু দেখব না, দেখতে পারবও না। তবে গণমাধ্যমকে আমরা গুরুত্ব দিই। আমাদের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমি নিজে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখেছি দেওয়ালে ব্যানার পোস্টারে ভরে গেছে। আজ ২ টার মধ্যে আপনাদের পোষ্টার ব্যনার সরিয়ে নিন। যদিও নেওয়া হয় ঢাকায় গিয়ে প্রার্থিতা বাতিল করা হবে বলে কড়া হুশিয়ার দেন। বক্তব্য কালে তিনি আরো বলেন কেউ কারও বিরুদ্ধে অভিযোগ করলেই হবে না, অভিযোগের স্বপক্ষে প্রমাণ দিতে হবে। কালোটাকা চোখে দেখা যায় না, কিন্তু সেটার বাড়াবাড়ি স্পষ্ট হয়। এসময় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ ইসলাম। বক্তব্যের সময় তিনি বলে নির্বাচন কমিশনার পক্ষে থেকে যেই নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। কেউ যদিও উশৃঙ্খল কোন ঘটনা ঘটাতে চাই তাহলে কঠোর হাতে দমন করা হবে। সমাপনী বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেন, সুষ্ঠু নির্বাচন শুধু প্রশাসনের দায়িত্ব নয়, প্রার্থীদেরও দায়িত্ব। নির্বাচন কমিশনার কক্সবাজার থাকাকালীন শিমুল শর্মার সঞ্চলার মধ্য মত বিনিময় সময় শেষ হয়।