লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বাজিতপুরে থানা দেশীয় তৈরী পাইপগান ও ০৩ রাউন্ড রাবার কার্তুজসহ ০২জনকে গ্রেফতার বাতিজপুর থানা পুলিশ। কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার এসআই(নিঃ)/সজীব সাহা, সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০২জনকে লোহার তৈরী দেশীয় পাইপগান ও ০৩ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেন। এসআই (নি:)/সজীব সাহা বাজিতপুর থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ১ অক্টোবর রাত পৌনে বারটায় ঘটিকায় বাজিতপুর থানাধীন বটতলা মোড়ে অবস্থানকালে জানতে পান যে, বাজিতপুর থানাধীন বাহেরনগর সাকিনস্থ ডিপুটি বাড়ীর পরিত্যাক্ত দুতলা ভবনের নিচতলার দক্ষিন পাশের কক্ষে দুইজন লোক মাদক বিক্রয়ের জন্য অবস্থান করতেছে। বিষয়টি তিনি তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও দিক-নির্দেশনায় তিনি রাত সাড়ে বারটায় ঘটিকায় বর্ণিত স্থানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পলানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় আসামী ১। হালিম মিয়া (৪৫), পিতা-আবুল কাশেম @ কাছু, বাহেরনগর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জকে তার ডান হাতে থাকা একটি লোহার তৈরী দেশীয় পাইপগান (যার ভিতরে ০১ রাউণ্ড কার্তুজ) সহ ও তার সহযোগী আসামী ২। আবু ছায়েদ (৪৬), পিতা- মৃত আব্দুল লতিফ, আয়নারগোপ, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদের দেহ তল্লাশী করা হয়। দেহ তল্লাশীকালে ২নং আসামী আবু ছায়েদ এর পরিহিত লুঙ্গির ডান কোচ হতে আরো ০২ (দুই) রাউণ্ড রাবার কার্তুজ উদ্ধার করে।এ ঘটনায় বাজিতপুর থানায় ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা নং-০২, তারিখ ০২-১০-২০২৩ খ্রি: ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) রুজু করা হয়েছে। বাজিতপুর থানার রেকর্ড পর্যালোচনা জানা যায় গ্রেফতার আসামীদের বিরুদ্ধে থানায় আরো একাধিক মামলা রয়েছে।