মোঃ শাহিন, উপজেলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে রানি বেগম নামে এক মহিলা ও তার মেয়েদের বিরুদ্ধে কবরের উপর ঘর তুলে বসবাস করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জায়গার মালিক দাবি করা মো: হান্নান, কালাম এলাকার গণ্যমান্য ব্যক্তি ও থানার আশ্রয় নিয়েও কোনো প্রতিকার পাননি। এলাকার লোকজন রানিকে কবরের উপর থেকে ঘর সরিয়ে নিতে বললেও তিনি সরাননি। উল্টো তার মেয়েদের নিয়ে হান্নান ও কালামকে নানাভাবে হুমকি দিচ্ছেন। জানা যায়, উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির সংলগ্ন সর্দার বাড়ির পারিবারিক কবর স্থানে পুরনো ও নতুন মিলে ২৫/৩০ টি কবর রয়েছে। বর্তমানে রানি জোরপূর্বক ভাবে কালামের বাবা-মা ও দাদা-দাদির কবরের উপরে ঘর উত্তলন করে রিক্সার গ্যারেজ দিয়েছে এবং পুরো কবরস্থান দখল করার পায়তারা করছে। এবিষয় কালাম জানান, হান্নানের বাবা মো: ছালেম রানিকে দত্তক নিয়েছে মৃত সিদ্দিকের কাছ থেকে। রানি দাবি করেন তাকে জমি লিখে দিয়েছে ছালেম কিন্তু এপর্যন্ত যতোবার শালিসি হয়েছে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেনি। উল্টো বিভিন্ন অজুহাত দিয়ে সে পালিয়ে বেড়িয়েছে। শুধু শুধু এসে আমাদের জায়গা দখল করতে চায়। তিনি আরো জানান, কাগজপত্র দেখিয়ে সে যদি জমি পায় তাহলে টাকা অথবা অন্য জায়গা দিয়ে জমি দেওয়ার কথা বললেও তাতে সে রাজি না হয়ে বাবা-মা ও আত্মীয়স্বজনের কবরের উপর ঘর উত্তোলন করেন। সে অনেক খারাপ প্রকৃতির লোক। গত ২৩ সেপ্টেম্বর তার মেয়েদেরসহ কবরস্থান থেকে শুপারী গাছ সহ ও অন্যান্য গাছ কেটে নিয়ে ঘর উত্তোলন করে। পারিবারিক কবরস্থানের বেড়া ও সাইনবোর্ড তুলে পালিয়ে দেয়। নতুন পুরনো ২৫/৩০ টি কবর সে দখল করতে চায়। তার কাছে আমরা অসহায়। তিনি কাউকে তোয়াক্কা করছে না। কালাম এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেও বাবা-মা ও আত্মীয়স্বজনের কবরের উপরে নির্মিত রানির ঘর অপসারণ করতে পারেননি। আমি চাই রানি যেন দ্রুত কবরের উপর থেকে ঘর সরিয়ে নিয়ে জায়গা ছেড়ে দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা বলেন, কবরের উপরই রানি ঘর তুলে বসবাস করছেন। আমরা একাধিকবার তাকে ঘর সরিয়ে নিতে বললেও তিনি ঘর সরাতে রাজি হননি। অভিযুক্ত রানিকে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি। দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) সত্যরঞ্জন খাসকেল বলেন, কবরের উপর ঘর উত্তোলন করা অমানবিক। কবরের উপর ঘর উত্তোলনের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।