নতুন সভাপতি নুরুল আমিন হেলালি প্রেসবিজ্ঞপ্তিঃ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় ও বর্ধিত সভা কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় ও বর্ধিত সভা ৬ অক্টোবর শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় কক্সবাজারস্থ সুগন্ধাবীচ এলাকায় ভিআইপি রেস্টুরেন্ট হোটেল ডিঙ্গির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এসময় ১৪ এপিবিএন এর কমান্ডার ডিআইজি মোঃ ইকবাল মহোদয়, এপিবিএন এর কমান্ডার ডিআইজি মোঃ আমির জাফর(বিপিএম) মহোদয় উপস্থিত ছিলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সারের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব কামরুল ইসলাম, এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি( ১)শাহজাহান মোল্লা,সহ-সভাপতি মমিনুর রশিদ শাইন,প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন আজাদ, যুগ্ন মহাসচিব যথাক্রমে মোঃ আব্দুল মজিদ, কে এম রুবেল,কাজী মাহমুদুল হাসান, সহকারি মহাসচিব সহসালাহউদ্দিন আহমদ, জনকল্যাণ সচিব ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, কক্সবাজার জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন হেলালি, সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি,সহ সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন সাংগঠনিক সম্পাদক আজাদ,সহ দপ্তর সম্পাদক ছৈয়দ আমিন, ঈদগাহ উপজেলা’র সভাপতি শেফাইল উদ্দিন,চকরিয়া উপজেলা সভাপতি জামাল হোছাইন ও সাধারণ সম্পাদক শাহাজালাল শাহেদ,ইমন উদ্দিন ফারুক,ফাহিম আবিদ,সুমন,আবছার,আশিকসহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।বক্তারা বলেন জাতীয় সাংবাদিক সংস্থার সাথে জড়িত সকল সংবাদ কর্মীদের কে পর্যায়ক্রমে বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে সৎ এবং দক্ষ গণমাধ্যম কর্মী হিসাবে গড়ে তোলা হবে এবং অধিকার আদায়ে কাজ করা হচ্ছে ও নির্যাতিত সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত থাকবে।