মোঃআফজাল হোসেন শান্ত,স্টাফ রিপোর্টারঃ
রাজধানী মোহাম্মদপুরে ঢাকা উদ্যান হাউজিংয়ে বেপরোয়া গাড়ির চাপায় প্রাণ গেল সোহান নামের দুই বছরের এক শিশুর। স্থানীয় সূত্রে জানা যায় মোহাম্মদপুরে ঢাকা উদ্দান হাউজিং এর ৪নং রোডে,ডি ব্লকে সকাল ১০ ঘটিকা সময় নিজ বাসার সামনে খেলা করতে ছিলো শিশুটি।এ সময় সিমেন্ট,বালুর একটি রেডিমিক্স গাড়ীর বেপরোয়া গতির কারণে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। ঘটনাস্থলে বিক্ষুপ্ত জনতা গাড়ী ভাংচুর করে ঘাতক চালকে আটক করে পুলিশে সোপর্দ করে। শিশুটি বাবার নাম মোঃ আলআমিন,তিনি ঢাকা উদ্দানে একজন ফল ব্যবসায়ী,তাদের গ্রামের বাড়ী গোপালগঞ্জ। এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুল হক ভূঞা জাতীয় দৈনিক আলোচিত কন্ঠকে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক গাড়ী সহ চালকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসা হয়েছে।এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।