রাজশাহী পুঠিয়া প্রতিনিধিঃ (৩ ডিসেম্বর) মঙ্গলবার রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে মাদ্রাসার হাফেজ ছাত্ররা আসে পুঠিয়া রাওযাতুল আতফাল ইন্টারন্যাশনাল হিফযুল কোরআন মাদ্রাসায় কুরআনের তেলোয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে,তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা শুরু হয় সকাল ১০টায়,প্রথম ৫ পারা ১০ পারা ৩০ পারা,বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য হাফেজ ছাত্ররা প্রতিযোগিতায় অংশ নেয়,আয়োজনে কোরআনের সুর ফাউন্ডেশন।
উপস্থিত ছিলেন,মাদ্রাসার প্রতিষ্ঠাতা,পরিচালক মাওলানা শফিকুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন,হাফেজ মোঃআমিনুল ইসলাম হিফস বিভাগ শিক্ষাক,হাফেজ মোঃ আব্দুর রহিম হাফস বিভাগ শিক্ষক,হাফেজ মোঃ আব্দুল গাফফার মক্তব বিভাগ শিক্ষক,জনাব,তোহিদুর রহমান বাংলা বিভাগ।
বিচারকমন্ডলীর দায়িত্বে ছিলেন,ঢাকা থেকে আগত হাফেজ আলেমগণ,ও বিজয়ী হাফেজ ছাত্ররা চূড়ান্ত পর্বে ঢাকায় কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন,অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।