

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান খুলনার দাকোপে রুপান্তরের আয়োজনে প্লাস্টিক দুষণ প্রতিরোধে লাউডোব এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রিদের নিয়ে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে।১০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টার দিকে এসইএসডিপি মডেল মধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকল্যান রায়ের সভাপতিত্ব ও রুপান্তরের বিপাশা :রায়ের পরিচালনায় প্রধান অতিথি হাসাবে বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়। বক্তৃতা করেন সহকারী প্রধান শিক্ষক বিদুৎ কবিরাজ সহকারী শিক্ষক গৌরাঙ্গ জদ্দার,অনিতা মন্ডল,মাধুরী সরদার।সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বক্তব্যে বলেন ব্যবহারের পর যে প্লাস্টিক-পলিথিন ফেলে দিই, তা মাটি ও পানিতে অপচনশীল অবস্থায় মিশে যায়। দীর্ঘ সময় পরিবেশে অবস্থানের ফলে প্লাস্টিক দ্রব্যাদি মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয় এবং সরাসরি প্রাণীর খাদ্যচক্রে প্রবেশ করে। ফলে মানবজাতি ও প্রাণী কুল নানা ধরনের প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে। ’বিজ্ঞানীরা মায়ের বুকের দুধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন।বক্তুরা বলেনক্তারা প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উদ্যোগী হওয়ার কথা বলেন। প্লাস্টিকের মাইক্রোকণা নিউরনের সঙ্গে মিশে নিউরন, তথা মস্তিষ্ককে অকার্যকর করে তোলে। স্বাভাবিক চিন্তাশক্তিকে দুর্বল করে দেয়।প্লাস্টিক ও পলিথিনের যথেচ্ছ ব্যবহার পরিবেশকে বিষাক্ত করে তুলছে। এ থেকে বাঁচতে হলে অবশ্যই প্লাস্টিক-পলিথিন বর্জন করার বিষয়ে জোর গুরুত্বারোপ করেন। প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীরা বক্তব্য বলেন বাঁশ-বেতের ঝুড়ি, কাপড়, চট দিয়ে তৈরি ব্যাগ নিয়ে বাজার করতে। । পলিথিন, প্লাস্টিকের ব্যাগ বন্ধ করতে আগের অভ্যাসে ফিরে যেতে বলেন,অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।