স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে মুজিব জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার বেলা ১২টায় সার্কিট হাউস প্রাঙ্গনে অস্থায়ী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিআইডাব্লিউটিএ হয়ে টার্মিনাল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিজয় র্যালীতে অংশগ্রহণ করেন। এপর্যন্ত এত বড় আয়োজন দেখেনি পটুয়াখালীবাসী। এছাড়া জেলার অন্যান্য উপজেলাগুলোতেও বিজয় র্যাালী অনুষ্ঠিত হয়।
সর্ম্পকিত খবর সমূহ..
September 10, 2024
September 10, 2024
September 10, 2024