মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ২৬ ডিসেম্বর রোববার। ভোটগ্রহণ শেষে সংঘবদ্ধভাবে সরকারি কাজে বাধা দেওয়া হলে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তার নির্দেশে পুলিশ গুলি চালায়। তাতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন। ঘটনাটি ঘটে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগণনা চলছিল। এ সময় কেন্দ্রের সামনে তালা ও ফুটবল প্রতীকের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ পর্যায়ে তারা জোর করে ভোটগণনার কক্ষে প্রবেশ করার চেষ্টা করে। বাধা দিলে পুলিশের ওপর চড়াও হয় একটি পক্ষ। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। এতে নিহত হওয়া ব্যক্তির নাম হামিদুল । পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মোঃ মজিবর রহমান শেখ