একমাত্র কুরআনের আইন পারে সমাজ থেকে খুন ধর্ষণ বন্ধ করতে


ভোগডাঙ্গায় জামায়াতের নেতৃবৃন্দ সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম।। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) কুড়িগ্রাম সদরের ইসলামপুর এম ইউ ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জামায়াত নেতা মাওলানা আব্দুল আলীম মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা শাখার জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী , বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এডভোকেট ইয়াসিন আলী সরকার সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে কুরআন ও হাদীস থেকে মূল্যবান তাৎপর্য তুলে ধরে বলেন,একমাত্র কুরআনের আইন পারে সমাজ থেকে খুন ধর্ষণ বন্ধ করতে। এজন্য কুরআনের আইন প্রতিষ্ঠায় সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। সমাজকে সুন্দর করে গড়ে তুলতে হবে। এজন্য রমাদান মাসে আল্লাহ কুরআন নাযিল কলেছে। যারা কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে বাঁধা দিয়েছে তারাই এখন দেশ থেকে পালিয়েছে। জেল জুলুম নির্যাতন চালিয়ে কুরআনের কথা বন্ধ করা যাবেনা ।