মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ২ রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালিত হয়। ২ মার্চ বুধবার রাতে শহরের কোট চত্বরে এ উপলক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে জেএসডির ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি নুরল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মনসুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান , প্রচার সম্পাদক মোঃ মনসুর আহমেদ, মোঃ মাজেদুর রহমান, মশিউর রহমান, আনোয়ার হোসেন, তোহিদুল ইসলাম, জয়নাল আবেদীন প্রমুখ। বক্তারা ২রা মার্চ সরকারি ছুটি ঘোষনা ও জাতীয় সরকার গঠনের দাবি জানান।
সর্ম্পকিত খবর সমূহ..
September 14, 2024
September 14, 2024