এস এম ফারুক আহমেদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে ছয় দোকান বিশিষ্ট পাকা ভবনের এক মার্কেটে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার মধ্যে রাতে উপজেলার বেতুয়া পশ্চিমপাড়া লতিফ মার্কেটে এ অগ্নিকান্ড ঘটে। দোকানের মালামাল ও ভবনসহ প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবী করছেন মার্কেট মালিক ও ব্যবসায়ীরা।
উপজেলা ফায়ার সার্ভিস অফিস জানায়, রাত ১টা তিন মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনা স্থলে যাই। দুটি গাড়ি দিয়ে প্রায় এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মার্কেটের অন্যান্য দোকানে ক্ষতি হলেও সব চেয়ে মিন্টু মিয়ার ‘মিথিলা স্টোর’ নামের দোকনে বেশি ক্ষতি হয়েছে।
সখীপুর ফায়ারসার্ভিসের সাব অফিসার লাভলু তরফদার বলেন, দোকানের মালামাল পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। এই মুহূর্তে ভবনের ক্ষয় ক্ষতির পরিমান বলতে পাচ্ছি না। আমরা ধারণা করছি বিদ্যুৎ থেকেই আগুন লেগেছে।
দোকানদার মিন্টু মিয়া বলেন, আমার ও আমার বাবার জীবনের সব উপার্জনের টাকা দিয়ে দোকানে শাড়ী কাপড়, থ্রি-পিচ, জুতা, কসমেটিকসসহ মুনাহারির বিভিন্ন মালামাল তুলেছিলাম। রাতের আঁধারে সবকিছুই পুড়ে ছাই হয়ে গেলো। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।
যখন আগুন লাগে তার আগে থেকেই এলাকায় বিদ্যুৎ ছিলো না। ওই সময় দোকানের সামনে কিছু পাট শোলা পেয়েছি। ধারণা হচ্ছে কেউ শত্রুতার বসে আমার দোকানে আগুন লাগিয়েছে। এ নিয়ে থানায় একটি অভিযোগ করেছি।
লতিফ মার্কেটের মালিক আব্দুল লতিফ বলেন, আমার মার্কেটের ডান পাশে ও বাম পাশে দুটি সিসি ক্যামেরা লাগানো আছে। তা দেখে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ জানাই। ৬৫/৭০ লক্ষ টাকা দিয়ে তিন তলা মার্কেটের নিচতলার কাজ কমপ্লিট করেছি মাত্র। আগুনে পুড়ে অনেক টাকার ক্ষতি হয়ে গেলো।