মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট জেলা প্রতিনিধি:
সিলেট জেলার জৈন্তাপুরে গৃহহীন ও ভূমিহীনদের ৩য় ধাপের মুজিববর্ষের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্টরা।
২২ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় ৩য় ধাপের মুজিববর্ষের প্রধানমন্ত্রীর উপহার ঘরের কাজ ও ঘরের গুণগত মান পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনী দেবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন। চারিকাটা ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর বাসিন্ধারা গৃহহীন অবস্থায় সরকারী ভূমিতে বসবাস করেন এবং গৃহহীন রয়েছে তাদের দখলীয় বসতবাড়ীতে সরকারের উপহারের ঘর পাচ্ছেন। চারিকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন এসকল ঘর পরিদর্শন করেন এবং কাজের মান দেখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম বলেন, কাজের মান সঠিক রাখতে এবং নির্মাণকারীরা যাহাতে কোনো প্রকার ত্রুটি না হয় সেজন্য আমরা নির্মাণ কাজের পরিদর্শন করছি। আশারাখি নির্মিত ঘরগুলোর নির্দেশনা মোতাবেক হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে উপকারভোগীদের মধ্যে ঘরগুলো হস্তান্তর করা হবে।