কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নে এক রাতে বারটি গরু চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে । এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চোর আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে রয়েছে কৃষক ও গরুর খামারিগণ। জানা গেছে, গত সোমবার রাতে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চাঁন গ্রামের হত-দরিদ্র কৃষক সিদ্দিকুর রহমানের ৫টি গরু চুরি ও একই ইউনিয়নের রাধানগর গ্রামের সুন্দর আলীর ২ টি ও বিধবা মহিলা তৈয়বুন নেছার ৫টি গরু হয়ে গেছে ।
চুরি যাওয়া গরুর মালিক তৈয়বুন নেছা জানান “আমি একজন অসহায় বিধবা মহিলা আমার সারাজীবনের একমাত্র উপার্জন ৫টি গরু আমি সুন্দর আলীর নিকট বাগি দিয়েছিলাম সেখানে থেকে আমার ৫টি গরু চুরি হয় বলে সকালে জানান সুন্দর আলী, আমার একটি ছেলে আমার ছেলের ভবিষ্যৎ আর কোন সম্পত্তি নেই এই পাঁচটি গরু ছাড়া এখন আমি দিশেহারা , আমি অনুরোধ করবো পুলিশ প্রশাসনের কাছে আমার গরু গুলো আমাকে বের করে দেওয়ার জন্য”
সুন্দর আলীর ছেলে মোতালিব বলেন, রাতে ঘুম থেকে উঠেই দেখি গোয়ালের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখি আমাদের ও তৈয়বুনের সহ মোট ৭টি গরুটি নেই। চিৎকারে লোকজন জড়ো হয়ে হাজার খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত পাইনি, সেদিন রাত্রে বিদ্যুৎও ছিল না। আমার বাবা সুন্দর আলী থানায় লিখিত অভিযোগ করেন।
এভাবে চুরি হয়েই যাচ্ছে। অনেকেই বলছেন রাতে পুলিশের টহল থাকলে হয়তোবা এভাবে আমাদের গরু চুরি হতো না, চোরের কারণে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। ঘুম হারাম হয়ে গেছে আমাদের। এ চুরির ঘটনায় অনেকেই তাদের গরু চুরির হাত থেকে রক্ষা পেতে গরুর সঙ্গে গোয়াল ঘরেই নির্ঘুম রাত্রি পার করছেন বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
সুকান্ত চক্রবর্তী জানান লিখিত অভিযোগ পেয়েছি আমরা ব্যবস্থা নিচ্ছি, এ এলাকায় আমাদের টহল আরো জোরদার করা হবে। এ ক্ষেত্রে গরু মালিকদেরও সচেতন থাকতে হবে।