মোঃ রতন মাদবর , লৌহজং ( মুন্সীগঞ্জ ) প্রতিনিধি ঃ-
গাঁওদিয়া ইউনিয়ন ঘৌলতলী বাজার সংলগ্ন বৈইলি ব্রীজটি গত ১৮ মার্চ মালবাহী ট্রাক সহ ভেঙ্গে পরলে দু’জন মারাত্মক আহত হয়েছিল। বেইলি ব্রীজটি ভেঙ্গে পরায় ইজিবাইকে চড়ে ২০ টাকার পরিবর্তে ৩০ টাকা ভাড়ায় যাত্রীদের অনেক দূর ঘুরে চলাচলের অনুপযুক্ত রাস্তা দিয়ে মাওয়া থেকে বালি গাঁও যেতে হচ্ছে। আজ ১৬ (ষোল)দিন অতিবাহিত হলেও কাজ শেষে হয়নি। কর্তৃপক্ষ জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠ কে জানান, যানবাহন চলাচল উপযোগি করার জন্য আরো ১ সপ্তাহ সময় লাগবে। লৌহজংয়ে এটি নিয়ে এ রকম ৭টি বেইলি ব্রীজ রয়েছে। ৫ টনের অধিক মালামাল নিয়ে যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও প্রায় প্রতিদিন অসংখ্য সিমেন্ট, গাছ ও রড ভর্তি ট্রাক এ সকল বেইলি ব্রীজ দিয়েই পারাপার হচ্ছে। উক্ত ব্রীজের মতোই বাকি বেইলী ব্রীজ এখন ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় এসব বেইলী ব্রীজ ট্রাক ভর্তি মালামাল নিয়ে ভেঙে পড়তে পারে বলে সচেতন মহল মনে করেন। স্থানীয় লোকজন আমাদের প্রতিনিধিকে জানান, মালির অংক বাজার সংলগ্ন বেইলি ব্রীজে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৈইলি ব্রীজটি ভেঙ্গে পরা অংশ না তুলে নতুন করে ব্রীজটি দাঁড় করিয়েছে।ভেঙ্গে পরা অংশ নিচে রেখেই মোরামত কাজ চলছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত বেইলি ব্রীজের নীচ থেকে দূর্ঘটনা কবলিত ট্রাকটি তোলা হয়নি এবং কোনমতে পুরাতন লোহার পাটাতন দিয়েই বেইলি ব্রীজ নির্মাণের কাজ চলছে।
বৈইলি ব্রীজের কাজের মিস্ত্রি মো.মোজাম্মেল হক বলেন, যদি কর্তৃপক্ষ মনে করে ছোট যানবাহন চলাচল করবে, তাহলে আজ বিকেলেই যানবাহন চলাচল করতে পারবে। তবে বড়-ভারী যানবাহন চলাচল আরো প্রায় ছয় দিন সময় লাগবে। জ্বালাই কাজ সহ নাট -বল্টুর অনেক কাজ বাকি রয়ে গেছে।
বৈইলি ব্রীজের কাজে নিয়োজিত সুপার ভাইজার মো.সিরাজুল হক জানান, দুই এক দিনের মধ্যেই ব্রীজ দিয়ে সব রকম গাড়ি চলাচল করতে পারবে। তবে আমাদের কর্তৃপক্ষ কি করে আমার জানা নেই। তিনি আরো জানান, গত মার্চ মাসে একুশ তারিখে আমরা কাজ শুরু করি। আমার ২৫( পঁচিশ ) জন শ্রমিক কাজ করছি। মাজে তিন দিন ব্রীজের মালামাল আনতে কিশোরগঞ্জ গিয়ে ছিলাম।তাই কাজ বন্ধ ছিল।
মুন্সীগঞ্জ জেলা সড়ক ও জনপথ উপ -বিভাগের প্রকৌশলী ফাইম রহমান বলেন, আমাদের আরো সপ্তাহখানিক সময় লাগবে গাড়ী চলাচলের জন্য।অনেক কাজই বাকী আছে। সাধারণ মানুষের গাড়ি চলাচলের আগে ভালো ভাবে পরিক্ষা -নিরিক্ষা করতে চাই।যাতে সাধারণ মানুষের কোন প্রকার ক্ষতি না হয়। তিনি আরো বলেন,আমি নিজে গাড়ি নিয়ে প্রথমে ব্রীজে চলতে চাই।যাতে কোন প্রকার ক্ষতি হলে আমার হোক সাধারণ জনগণের নয়।আশ করি এ সপ্তাহে বৈইলি ব্রীজ চালু হবে।