তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:
মেঘলা আকাশ ধোম মেরে আছে বৃষ্টি হতে পারে যেকোনো সময়। পাহাড়ী ঢলে নদ–নদীতে পানির চাপ বাড়ায় ফসল রক্ষার বেড়িবাঁধ ঝুঁকিতে। হাওরে আধা পাকা ধান কৃষক আর্তনাদ করছে তাহলে কি আমার কষ্টার্জিত ফসল ঘরে তুলতে পারবনা? ফসল রক্ষার জন্য কৃষকরা এক বাঁধ থেকে আরেক বাঁধে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন সোনালি ফসলের প্রত্যাশায়।
তাহিরপুরের সবচাইতে বড় হাওর শনিরহাওর আজ মঙ্গলবার সকাল থেকে জামালগঞ্জ উপজেলার অংশ নান্টুখালি বাধ পি আইসি ২ দিয়ে ফুলকা তৈরি হয়ে ইতিমধ্যে শনির হাওরে পানি প্রবেশ করছে, লালুর গোয়ালা পি আইসি ৪৪ বাধ দেবে পানি প্রবেশ করছে হাজারো মানুষের স্বপ্নের ফসল রক্ষার জন্য ইতিমধ্যে পানি প্রবাহিত বাধগুলো পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জামাল গন্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আজাদ,জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জুনাব আলী, সাবেক চেয়ারম্যান ভোরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, বেহেলী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য সালমা বেগম,ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সদস্য সেলিম আখন্জি, প্রেশক্লাব সভাপতি, রমেন্দ্র নারায়ন বৈশাখ, দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সাবেক ইউপি সদস্য হোমায়ুন কবির,ছাত্রলীগের সাবেক সভাপতি আহসানুজ্জামান শোভন,তাহিরপুর উপজেলা চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন যার যাহা আছে তাই নিয়ে বাধে কাজ করুন, ঘরে বসে থাকার সময় নাই, একটি মাত্র ফসল আমাদের, আমরা আপনাদের সবকিছু দিয়ে সহযোগিতা করবো আপনারা বাধে থাকুন।কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে, সর্বোপরি মহান আল্লাহ আমাদের সহায় হউন।
জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আজাদ বলেন আমরা বাধে সর্বক্ষণ তদারকি করছি, বাধে বস্তা বাঁশ দাড়ি যা কিছু লাগবে তাই দিয়ে সহযোগিতা করে যাচ্ছি, বাধ রক্ষায় স্ব স্ব স্থান থেকে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন ইনশাআল্লাহ বাধ রক্ষায় আমরা সফল হবো।
রামজীবন পুরের কৃষক হাবুল মিয়া বলেন বাধে সটিক কাজ হলে আজকে কৃষকদের আর্তনাদ করতে হতনা, তারা পি আইসি আনছে আমরা কি করবো, আমাদের ফসলের ক্ষতি হলে তাদেরকে জবাব দিতে হবে।তিনি আরো বলেন অনেক কষ্ট করে দার দেনা করে এইবার দুই কিয়ার জমি করেছি, ধান কাটতে পারলে দারদেনা শোধ করে পোলাপান নিয়া সারা বছর চলতে পারমো,ফসল কাটতে না পারলে পথে বসা ছাড়া উপায় নাই আমাদের।