কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হুল রুমে কোম্পানীগঞ্জ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, পরিষদের উপদেষ্টা আমিনুর রহমান জসিম, কাঁঠালবাড়ির চৌমুহনী বাজার আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ সামছুজ্জামান, কোম্পানীগঞ্জ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সহ সভাপতি আবুল বশর, আবুল হাশেম, আমিনুল হক, রতন মিয়া, আতিকুর রহমান দানিস, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শামীম, মাসুক রানা, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, আবু বক্কর সিদ্দিক, ইমাদ উদ্দিন, অর্থ সম্পাদক সদরুউদ্দিন, গ্রন্ত ও প্রকাশানা সম্পাদক মুকলিছুর রহমান, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আমির উদ্দিন, কার্যকরী সদস্য, ফজলুল হক সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
কোম্পানীগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মাসুম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সিলেট জেলার সহ সভাপতি নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক রিপন আহমদ, সাজ্জাদুর রহমান, সাংগঠনিক আজিবুর রহমান, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তালামিজে ইসলামীয়া নূর হোসেন, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, থানা সদর দাখিল মাদ্রাসার সুপার সাইদুল ইসলাম, টুকেরগাওঁ আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ও কোম্পানীগঞ্জের বিভিন্ন পত্রিকা এবং মিডিয়ার সাংবাদ কর্মি উপস্তিত ছিলেন।