নলডাঙ্গা (নাটোর)প্রতিনিধিঃ
আসন্ন ঈদ উপলক্ষ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৯৭ ঘৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার ঘর। আগামী ২৬ এপ্রিল (মঙ্গলবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনের পর তাদের মাঝে ঘর ও দলিল হস্তান্তর করা হবে।
ইতোমধ্যে ২৭টি ঘর শতভাগ এবং ৭০টি ঘর ৫০ ভাগ সম্পন্ন হয়েছে। উপজেলার ৪৪৭ জন ভুমিহীন গৃহহীন পরিবারের মধ্যে এপর্যন্ত ১৭৭ পরিবার প্রধানমন্ত্রীর এই ঘর উপহার পেলেন।
রোববার (২৪ এপ্রির) বিকেলে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহকারী কমিশনার (ভুমি) সুমা খাতুন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, উপজেলা প্রকৌশলীসহ গণমাধ্যম কর্মীগন।
প্রেস কনফারেন্সে ইউএনও বলেন, চলতি অর্থ বছরে তৃতীয় পর্যায়ে প্রথম ধাপে ৪টি ও দ্বিতীয় ধাপে ৯৩টি ঘর বরাদ্দ পাওয়া যায়। এরমধ্যে ৪টি ঘর শতভাগ সম্পন্ন হয়েছে, ২৩টি শতভাগ হওয়ার পথে এবং ৭০টি ঘর ৫০ ভাগ সম্পন্ন হয়েছে। প্রতিটি ঘর নির্মানে বরাদ্দ দেয়া হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। যা আগামী ২৬ এপ্রিল উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।