স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
পুলিশের কর্মকান্ড আর ও সচ্ছ ও জবাবদিহি মুলক করে পুলিশের উপর জনগনের আস্হা বৃদ্ধিতে থানা এলাকায় বিভিন্ন স্তরের জনগনের সাথে পুলিশ ওপেন হাউজডে অনুষ্ঠান করা হয়।
এলক্ষে আজ ১৮ মে বুধবার সকাল ১১টারদিকে দাকোপ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়েছে।
থানা পুলিশের অফিসার ইনচার্জ আননুর যায়েদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তিতা করেন খুলনা জেলা সি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ হাসান।
এ সময় তিনি বলেন পুলিশ জনগনের শত্রু নয় বন্ধু।জনগনের সেবক হয়ে সবসময় কাজ করছে।ওপেন হাউজডে হচ্ছে খোলা মন, খোলা মত। মাসের একটি নিদিষ্ট দিনে পুলিশি সেবা সম্পর্কে খোলাখুলি অভিমত প্রকাশ করার এই সুযোগ পুলিশ ও জনগনের মধ্যে বিদ্যমান ব্যবধান দুর করে জনবান্ধব ও গণমুখী পুলিশিং ব্যবস্হা সৃষ্টিতে সাহায্য করে।
বিশেষ অতিথির বক্তিতা করেন থানা পুলিের ওসি তদন্ত মোঃআশরাফুল আলম,চালনা পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির মন্ডল,বিল্লালিয়া আলিম মাদ্রাসার
প্রিস্নিপাল মাওঃ আজিহুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃশিপন ভুঁইয়া চালনা পৌর কাউন্সিলর যথাক্রমে রোস্তম আলী খান, আইয়ুব আলী কাজী,চয়ন সাহা, হাফেজ মাওঃ মুফতি, ইকবাল হোসেন,সাবেক কাউন্সিলর মিন্টু আচারী,শ্যাম সুন্দর মন্ডল।,.