
মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা প্রতিনিধি।।
ভোলা সদর উপজেলায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দালাল চক্রের মূল হোতা মো. আরিফের বিরুদ্ধে। তিনি সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মৃত মো. মোফিজলের ছেলে।
ক্ষতিগ্রস্ত মো. কামাল আলীনগর ইউনিয়নের ছিফলী ৩নং ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন তিনি। ভালো চাকরির আশায় দালাল আরিফের কাছে ধাপে ধাপে তিন লাখ টাকা প্রদান করেন কামাল।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভোলা শহরের শীশমহলের সামনে অবস্থিত একটি দালাল অফিসে আরিফ ও তার সহযোগীরা ভিয়েতনামে পাঠানোর প্রলোভন দেখিয়ে চার লাখ ৩০ হাজার টাকায় চুক্তি করেন। প্রতিশ্রুতি অনুযায়ী মালিকানা (ওয়ার্ক পারমিট) ভিসার পরিবর্তে ট্যুরিস্ট ভিসায় কামালকে পাঠানো হয় ভিয়েতনাম।
ভিয়েতনাম পৌঁছানোর পর স্থানীয় দালাল চক্র কামালকে জোরপূর্বক একটি কক্ষে আটকে তার পাসপোর্ট ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পাঁচ দিন পর থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে প্রতারক চক্র আরও দুই লাখ টাকা দাবি করে।
কামালের মা বিবি রহিমা অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে ভালো চাকরির কথা বলে বিদেশে পাঠিয়ে নিঃস্ব করেছে দালাল আরিফ। এখন আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছি না।”
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আরিফ আগেও একাধিক ব্যক্তিকে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছে। মালিকানা ভিসার নামে ট্যুরিস্ট ভিসা দিয়ে বহু পরিবারকে পথে বসিয়েছে সে।
এ ঘটনায় ভুক্তভোগী কামালের মা বিবি রহিমা বাদী হয়ে গত ২৪ অক্টোবর ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি নিখোঁজ ছেলের সন্ধান ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযুক্ত আরিফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি; তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
ভোলা সদর থানার এসআই পল্লব কান্তি জানান, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”
—