
মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা প্রতিনিধি।।
ভোলায় প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৪ স্কুল শিক্ষার্থীদের সাঁতারু বাছাই প্রতিযোগিতার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নবনির্মিত সুইমিংপুল কমপ্লেক্সের।
রবিবার (তারিখ উল্লেখযোগ্য) সকালে ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয় সংলগ্ন নবনির্মিত সুইমিংপুল কমপ্লেক্সে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার সাফাতুল ইসলাম এবং সাঁতার প্রশিক্ষক সেনা কর্মকর্তা সার্জেন্ট আব্দুল মোমেন।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত অনূর্ধ্ব–১৪ বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্য থেকে ৪৫ জন শিক্ষার্থীকে সাঁতারু হিসেবে বাছাই করা হয়।
কর্তৃপক্ষ জানায়, নির্বাচিত সাঁতারুদের ৩০ দিনের বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে মেধাবী সাঁতারুদের বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “ভোলার শিশু-কিশোরদের মাঝে খেলাধুলা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এখান থেকেই জাতীয় পর্যায়ের সাঁতারু তৈরি হবে।”
ভোলার ক্রীড়াঙ্গনে এ সুইমিংপুল কমপ্লেক্স উদ্বোধন নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিবৃন্দ।