
কাশিমপুরে অপারেশন ডেভিড হান্টের অভিযানে আ.লীগের দপ্তর সম্পাদক আটক

মোঃ সোলায়মান হোসাইন সোহান কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে কাশিমপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিলন হোসেনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। বুধবার (৭ মে) সকালে মহানগরীর কাশিমপুরের ৩নং ওয়ার্ডের পূর্ব এনায়েতপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্টের আসামীর বসতবাড়ীতে অভিযান চালিয়ে মিলন হোসেনকে আটক করে পুলিশ। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান আটকের করে বলেন, অপারেশন ডেভিড হান্টের অভিযানে কাশিমপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিলন হোসেনকে আটক করা হয়েছে। তাকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।