
পঞ্চগড়ে দুই মাথা ওয়ালা এক শিশুর জন্ম দেড় ঘন্টা পর মৃত্যু

বিশেষ প্রতিনিধি পঞ্চগড় পঞ্চগড়ে দুই মাথা ওয়ালা এক শিশুর জন্ম হয়েছে। জন্মের দেড় ঘন্টা পর মৃত্যুবরণ করে শিশুটি। মঙ্গলবার (১৩ মে)বেলা সাড়ে ১১ টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জানা যায়,পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় প্রধানপাড়া এলাকার চাপাতা শ্রমিক মাজেদুল ইসলামের স্ত্রী সুরভী আক্তার শিশুটির জন্ম দেন।এই দম্পতির এটিই প্রথম সন্তান। শিশুটির বাবা ও নানা জানান,আমরা আগে আল্ট্রাসনোগ্রাম করেছিলাম, ডাক্তার জানিয়েছেন দুইটি শিশু আছে।অপারেশন করে দেখতেছি শিশু একটি কিন্তু মাথা দুইটা। হাসপাতালের সহকারী সার্জন ডা.নাছরিন পারভিন বলেন, পঞ্চগড় হাসপাতালে এর আগে কখনো এ রকম হয়নি।শিশুটির দুই মাথা হওয়ায় বের করতে কষ্ট হয়েছে।তবে অপারেশন ভালভাবে সম্পন্ন হয়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডা.আবু সায়েম বলেন,শিশুটির দুইটি মাথায় নাক,কান,মুখ,চোখ স্বাভাবিক সবকিছু আছে।তবে একটি পেট, দুইটি হাত,দুইটি পা রয়েছে।পরীক্ষা করে দেখেছি দুই পাশেই হার্ড রয়েছে। শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন জানান, জন্মের দেড় ঘন্টা পর শিশুটি মারা যায়।