তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সিলেট জেলাসহ কয়েকটি জেলায় বন্যা আক্রান্ত হয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে। আর সরকার দু শ কোটি টাকা খরচ করে পদ্মা সেতুর উদ্বোধন করেন। আমরা নিরাপদে বসবাসের ও সুযোগ নেই। ত্রান বিতরণ করতে এসেছি সেখানেও বাধা সৃষ্টি করতে চায়। আর আ,লীগের সরকারের নেতারা লুটপাটে ব্যস্থ,বিদেশে টাকা পাচার করছে। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন,জোর করে বসলেই মালিক হওয়া যায় না। বাংলাদেশের মালিক এই দেশের জনগন। মালিকানা ফিরে পেতে হলে সবাইকে সজাগ হতে হবে। রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা কৃষক দলের আয়োজন ধর্মপাশা উপজেলা হেলিপেড মাঠে বন্যায় ক্ষতি গ্রস্থদের মধ্যে ত্রান বিতরণের সময় এসব কথা বলেন। জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হকের সভাপতিত্বে এসময় বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশ রক্ষা ও এদেশের মানুষের অধিকার আদায়ে অংশ গ্রহণ করবেন। এসময় আরও বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন,সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহ সভাপতি মামুনুর রশিদ,সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন মিলন,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল,সহ সভাপতি আবুল কালাম,জেলা বি এনপি মানবাধিকার সম্পাদক রাখাব উদ্দিন, তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, সাবেক ছাত্রদল সভাপতি মাহবুব মল্লিক, প্রমুখ। পরে বন্যা কবলিত চার হাজার ক্ষতি গ্রস্থ পরিবারের মধ্যে ত্রান বিতরণ করেন। এরপর জেলার মধ্যে নগর উপজেলা গিয়ে ত্রান বিতরণ করেন নেতৃবৃন্দ।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024